চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার বিশিষ্ট আলেম, সম্মানিত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানীর ওপর বর্বরোচিত হামলার পর তাঁর শারীরিক অবস্থা দেখতে এবং খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর রেইনবো হাসপাতালে তিনি মাওলানার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি বলেন, “মাওলানা নূরুর রহমান মাদানী আমাদের সমাজের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক। তাঁর ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এই সময় চাঁদপুর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরাও উপস্থিত ছিলেন। সবাই মাওলানার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে হঠাৎ করে মো. বিল্লাল হোসেন (৫০) নামের এক তরকারি বিক্রেতা মসজিদের ভেতরে প্রবেশ করে কানে চাপাতি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন মাওলানা মাদানীকে। উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে তাৎক্ষণিক আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এই বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে।
চাঁদপুরে আহত মসজিদের খতিব মাও. মাদানীকে হাসপাতালে দেখতে গেলেন সদর আসনের এমপি প্রার্থী এড. শাহজাহান মিয়া
-
মোঃ সোহরাব হোসেন
- আপডেট সময় ০২:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ১৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত