পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা জজ কোর্ট প্রাঙ্গণ | ১৫ জুলাই, মঙ্গলবার বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি।
সমিতির আহ্বায়ক অ্যাড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পিপি অ্যাড. আদম সুফি, জিপি অ্যাড. এমএ আব্দুল বারী, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।
🔹 বক্তারা বলেন—
ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করা জরুরি।
বর্তমান কাঠামোয় বিচার বিভাগের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে।
জনগণের মৌলিক অধিকার রক্ষায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় এখন সময়ের দাবি।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।