রংপুরের মেডিকেল মোড় এলাকায় কমফোর্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার বেলা বারোটায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু। এ সময় হাসপাতালের মালিককে এক লাখ টাকা জরিমানা সহ অপারেশন থিয়েটার সিলগালা করে ভ্রাম্যমান আদালত।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, হাসপাতালটিতে অপ্রতুল চিকিৎসক ও নার্স, পাশাপাশি লাইসেন্স নবায়ন না থাকায় হাসপাতাল মালিক আব্দুল্লাহিল কবির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এবং হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাইনুল ইসলাম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মিশু বলেন,“অভিযানে দেখা গেছে হাসপাতালটিতে নোংরা পরিবেশ বিরাজ করছিল এবং লাইসেন্স নবায়ন করা হয়নি। অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না, পোস্ট অপারেটিভ রুমও নেই। ৪০ বেডের বিপরীতে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছিলেন এবং যথেষ্ট সংখ্যক নার্সও ছিল না। এ ধরনের অনিয়ম রোগীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।”