ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে কালভার্ট খুলে দিলেন ইউএনও অনেকগুলো পরিবারের জলাবদ্ধতা নিরসন

  • রায়হান শেখ
  • আপডেট সময় ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অবৈধভাবে বন্ধ রাখা একটি কালভার্টের মুখ খুলে দেয়ার মাধ্যমে প্রায় ৩০টি পরিবারকে জলাবদ্ধতা থেকে মুক্তির ব্যবস্থা করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে টানা বৃষ্টির মধ্যে সরেজমিনে উপস্থিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় চাউলটুরী এলাকার ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ ছিল, আরিফুল নামে এক যুবক একটি কালভার্টের মুখ ইচ্ছাকৃতভাবে ইটের গাঁথুনির বাঁধ দিয়ে অবৈধভাবে বন্ধ করে দোকান নির্মাণ শুরু করে, যার ফলে টানা বৃষ্টিপাতে ওই অঞ্চলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, উঠান ও চলাচলের রাস্তা পানির নিচে চলে যায় এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

অভিযোগ পাওয়ার পরই ইউএনও হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে কালভার্টের মুখ খুলে দেওয়ার নির্দেশ দেন। এরপর সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতায় বন্ধ মুখ খুলে দিলে পানি দ্রুত নিষ্কাশন হয়ে জনদুর্ভোগ অনেকটাই লাঘব হয়।

ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন, “জনসাধারণের কষ্ট লাঘব করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। যারা এই ধরনের বাধা দিয়ে জনভোগান্তি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, “দীর্ঘদিনের কষ্ট আজ কিছুটা হলেও লাঘব হলো। ইউএনও স্যারের এমন পদক্ষেপে আমরা কৃতজ্ঞ।”

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোল্লাহাটে কালভার্ট খুলে দিলেন ইউএনও অনেকগুলো পরিবারের জলাবদ্ধতা নিরসন

আপডেট সময় ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অবৈধভাবে বন্ধ রাখা একটি কালভার্টের মুখ খুলে দেয়ার মাধ্যমে প্রায় ৩০টি পরিবারকে জলাবদ্ধতা থেকে মুক্তির ব্যবস্থা করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে টানা বৃষ্টির মধ্যে সরেজমিনে উপস্থিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় চাউলটুরী এলাকার ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ ছিল, আরিফুল নামে এক যুবক একটি কালভার্টের মুখ ইচ্ছাকৃতভাবে ইটের গাঁথুনির বাঁধ দিয়ে অবৈধভাবে বন্ধ করে দোকান নির্মাণ শুরু করে, যার ফলে টানা বৃষ্টিপাতে ওই অঞ্চলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, উঠান ও চলাচলের রাস্তা পানির নিচে চলে যায় এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

অভিযোগ পাওয়ার পরই ইউএনও হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে কালভার্টের মুখ খুলে দেওয়ার নির্দেশ দেন। এরপর সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতায় বন্ধ মুখ খুলে দিলে পানি দ্রুত নিষ্কাশন হয়ে জনদুর্ভোগ অনেকটাই লাঘব হয়।

ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন, “জনসাধারণের কষ্ট লাঘব করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। যারা এই ধরনের বাধা দিয়ে জনভোগান্তি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, “দীর্ঘদিনের কষ্ট আজ কিছুটা হলেও লাঘব হলো। ইউএনও স্যারের এমন পদক্ষেপে আমরা কৃতজ্ঞ।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471