মোঃ মাকসুদ
স্টাফ রিপোর্টার :
শেরপুর সদর উপজেলার জঙ্গলদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন তার চাকরি পুনর্বহাল ও এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) শেরপুর শহরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টানা ২৫ বছর ধরে বিনা বেতনে তিনি উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। ২০২০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও তাকে এমপিও তালিকাভুক্ত করা হয়নি। বরং নিয়মবহির্ভূতভাবে তাকে একাধিকবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার তাকে বরখাস্ত করেছেন। এমনকি এ বিষয়ে হাইকোর্ট ২০০১ সালে তাকে এমপিওভুক্ত করার নির্দেশ দিলেও তা কার্যকর করা হয়নি। বরং পুনরায় তাকে বরখাস্ত করা হয়।
সর্বশেষ চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট আবারও রায় দিয়ে মোঃ শাহাদাত হোসেনকে চাকরিতে পুনর্বহাল এবং এমপিওভুক্ত করার নির্দেশ দেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন। বিষয়টি নিয়ে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আপিল প্রত্যাহারের অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মোঃ শাহাদাত হোসেন আরও বলেন, তিনি বিদ্যালয়ের জমিদাতা পরিবারভুক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবিচারের শিকার হচ্ছেন। চাকরি থেকে বঞ্চিত থাকায় তিনি পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিনযাপন করছেন। তাই অবিলম্বে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করে তার চাকরি পুনর্বহাল ও এমপিওভুক্তির জোর দাবি জানান তিনি।