সুজলা সুফলা নয়নাভিরাম বাংলার ঐতিহ্যবাহী সমৃদ্ধ বৈচিত্র্যময় জনপদ ফটিকছড়ি। ৭৭৩.৫৪ বর্গকিলোমিটারের বৃহৎ উপজেলা ফটিকছড়ি চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা হিসেবে স্থান করে নিয়েছে। পাহাড় নদী আর সমতলের সংমিশ্রণে উর্বর এই জনপদের অন্ধকার অন্তরীক্ষে জন্ম নিয়েছেন অগনিত আলোকিত মানব মহিয়সী বিজ্ঞানী শিক্ষক ও সমাজসেবক সূর্য সন্তান। মাওলানা কাজী ইকবাল তাঁদেরি অন্যতম। বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর ফটিকছড়ির এই সূর্যসন্তান প্রবাসী মাওলানা কাজী মোহাম্মদ ইকবাল কুয়েতে ওমরাহ ও কার্গো ব্যবসায় এক স্বনামধন্য নাম। নিজ মাতৃভূমি ফটিকছড়িতে অগণিত ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও সেবামূলক কার্যক্রমে যাঁর অবদান উপজেলায় অবিস্মরণীয়। স্থানীয় জনগণের যেকোনো প্রয়োজনের যাঁর সেবার হাত সবার আগে পৌঁছে যায় তেমন একটি নির্ভরযোগ্য মানবিক নাম মাওলানা কাজী ইকবাল। জনদরদী ও মানবতার কল্যাণে উপজেলার সর্বস্তরের মানুষের চাওয়া থেকে আগামী ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার মাধ্যমে আরো ব্যাপক পরিসরে পৌরসভার প্রায় লক্ষাধিক বাসিন্দার খেদমত করার সদিচ্ছা ব্যক্ত করেছেন এ মহান ব্যক্তিত্ব মাওলানা কাজী ইকবাল। স্থানীয়ভাবে বিবিরহাট ধুরং নদীর পাড়ে অবস্থান রূপালি মেঠো জনপদ ফটিকছড়ি পৌরসভা। অপরূপা বাংলার অপার নয়নাভিরাম সৌন্দর্যের আঁধার স্বচ্চ ঝর্ণা, চা বাগান, রাবার বাগান আর পর্বতসমৃদ্ধে ঘেরা ২৯৮.৬৭ বর্গমাইলের সাত লক্ষাধিক নাগরিকের এ বর্ণাঢ্য জনপদ ফটিকছড়িতে জন্ম নিয়েছে অগণিত মহান ব্যক্তিত্ব, যাঁরা ইতিহাসকে করেছে সমৃদ্ধ। তাঁদের মধ্যে ক’জন বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞানী ও গনিতজ্ঞ প্রফেসর জামাল নজরুল ইসলাম, ভাষাবিদ ও লেখক ড এনামুল হক, মাওলানা সুলতান নানুপুরী শাহ জমির উদ্দীন, কাজী হাসমত আলী, আহসান উল্লাহ খাঁ, কাজী আবুল কালাম সিদ্দিক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব, রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা শেখ হোসেইন মোহাম্মদ শাহজাহান (আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী) প্রমুখ উল্লেখযোগ্য।
মাওলানা কাজী মোহাম্মদ ইকবাল- বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও দানবীর
-
কাজী এম এস জালাল
- আপডেট সময় ০১:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত