নিজস্ব প্রতিবেদক খুলনা জেলা :
পাইকগাছা উপজেলার রাডুলী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দার সামাদ সালাম ও তার পরিবার সাংবাদিকদের জানান আমাদের চলাচলের রাস্তাটি জালাল ও তার পরিবার বন্ধ করে রেখেছে এই রাস্তাটি যৌথভাবে তৈরি করা হয়, আমরা দীর্ঘ ১৫-১৬ বছর এই পথ ব্যবহার করে আসছি, কিন্তু জালাল ও তার পরিবার প্রায় পথ বন্ধ করে দেয় যার কারনে গোলযোগ সৃষ্টি হয়, এই রাস্তাটি তিনবার মেরামত করা হয়েছে জালাল ও আমার পরিবার যৌথভাবে রাস্তাটি মেরামত করি, গত ৪/৭/২৯২৫তারিখে রাস্তা নিয়ে গোলযোগ সৃষ্টি হয় আমার গর্ভবতী বৌমার পেটে লাথি মারে জালালের মা শাহিদা বেগম, এবং তাকে চুলের মুঠি ধরে টানাটানি করে আমার স্বামী ও তার ছোট ভাই সহ ছেলে ছাড়িয়ে আনতে গেলে তাদেরকে গালিগালাজ ও হুমকি দিতে থাকে এক পর্যায় দুর্ভাগ্য ভাগ্যবশত তারা জালালের মায়ের গায়ে হাত দেন, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী, জালাল তার পরিবার আমাদের নামে মামলা দেন এমনকি নিজেদের ঘরে আগুন লাগিয়ে আমাদের নামে মামলা দিয়েছে,সাইফুল্লাহ সামাদ সালাম নাসিমা শাহানারা মতিয়ার মাস্টারের নামে মতিয়ার মাস্টার তখন তার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন, কিছুদিন আগে নিজেদের গাছ নিজেরা কেটে আমাদেরকে মামলার হুমকি ও গালিগালাজ দেন জালাল ও তার পরিবার, আমাদের চলাচলের রাস্তাটি এখনো বন্ধ, আমরা পাইকগাছা কোর্টে একটি মামলা দায়ের করেছি, যাতে করে সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের চলাচলের রাস্তা ফিরে পাই সেই প্রত্যাশায় আমরা এ মামলা করেছি, আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুস্থ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার আশা করছি।
চলাচলের রাস্তা বন্ধ করায় সামাদ ও তার পরিবার চরম বিপদে।
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- ২৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত