মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পাবনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (২৭ অক্টোবর) বাদ আসর চাঁপা মসজিদ গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
পাবনা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। আমরা চাই নভেম্বর মাসের মধ্যেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হোক। এ দাবিগুলো দেশের শান্তি, ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়—এটি ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।”
প্রধান অতিথি বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তিনি দাবি জানান—জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন, এবং ছাত্র-জনতার কোন অভ্যুত্থানে সকল শহীদের খুনিদেরকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ ও তার দোসরদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা নায়েবে আমীর ও পাবনা-৫ (সদর) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, পৌর জামায়াতের আমীর উপাধ্যাক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান জয় প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হোসাইন, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ সহ জেলা ও উপজেলা জামায়াত, শিবির, ও শ্রমিক কল্যান ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।।
নিজস্ব সংবাদ : 


























