নয়ন হোসেন,
ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রনহট্টা চরংগী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম — ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দিনাজপুর-রংপুর অঞ্চল টিম সদস্য, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির, ঠাকুরগাঁও জেলা।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা মোঃ ফজলে রাব্বি মর্তুজাভি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামি হরিপুর উপজেলা শাখা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা সেই দিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 
























