ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পেয়েছে “তাণ্ডব” সিনেমার আইটেম গান “লিচুর বাগান”, দর্শকমনে মিশ্র প্রতিক্রিয়া

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত “তাণ্ডব” সিনেমার আইটেম গান “লিচুর বাগান”। গানের রঙিন দৃশ্য, চটুল সুর ও আকর্ষণীয় কোরিওগ্রাফি ইতোমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে।

গানটির ভিডিওতে দেখা যায় নায়িকা চটকদার পোশাকে রঙিন পরিবেশে নাচছেন, সঙ্গে রয়েছে নজরকাড়া সেট ডিজাইন ও ব্যাকআপ ড্যান্সারদের জমজমাট পারফরম্যান্স। গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া নানা রকম — কেউ বলছেন ‘পুরোপুরি বিনোদনধর্মী’, কেউ আবার একে অতিরিক্ত চটুল এবং অপ্রয়োজনীয় বলে সমালোচনা করছেন।

সোশ্যাল মিডিয়ার একাংশ বলছে, গানটি সিনেমার গল্পের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে সংশয় আছে। তবে অপরপক্ষে, অনেকে গানটির কোরিওগ্রাফি ও প্রোডাকশন ভ্যালুকে সাধুবাদ জানিয়েছেন।

গানটি ইউটিউবে মুক্তির পর প্রথম ২৪ ঘণ্টায় মিলেছে লক্ষাধিক ভিউ এবং হাজারের বেশি মন্তব্য। সেখানেও মতভেদ—একজন লিখেছেন, “বেশ বিনোদনমূলক, একেবারে ফাটাফাটি!” আবার আরেকজন মন্তব্য করেছেন, “এই ধরনের গান সিনেমার মান নষ্ট করে।”

“তাণ্ডব” সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এরই মাঝে “লিচুর বাগান” গানটি সিনেমাটিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক ইয়ার পিস্তল সহ আটক- ০২

মুক্তি পেয়েছে “তাণ্ডব” সিনেমার আইটেম গান “লিচুর বাগান”, দর্শকমনে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় ০৬:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত “তাণ্ডব” সিনেমার আইটেম গান “লিচুর বাগান”। গানের রঙিন দৃশ্য, চটুল সুর ও আকর্ষণীয় কোরিওগ্রাফি ইতোমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে।

গানটির ভিডিওতে দেখা যায় নায়িকা চটকদার পোশাকে রঙিন পরিবেশে নাচছেন, সঙ্গে রয়েছে নজরকাড়া সেট ডিজাইন ও ব্যাকআপ ড্যান্সারদের জমজমাট পারফরম্যান্স। গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া নানা রকম — কেউ বলছেন ‘পুরোপুরি বিনোদনধর্মী’, কেউ আবার একে অতিরিক্ত চটুল এবং অপ্রয়োজনীয় বলে সমালোচনা করছেন।

সোশ্যাল মিডিয়ার একাংশ বলছে, গানটি সিনেমার গল্পের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে সংশয় আছে। তবে অপরপক্ষে, অনেকে গানটির কোরিওগ্রাফি ও প্রোডাকশন ভ্যালুকে সাধুবাদ জানিয়েছেন।

গানটি ইউটিউবে মুক্তির পর প্রথম ২৪ ঘণ্টায় মিলেছে লক্ষাধিক ভিউ এবং হাজারের বেশি মন্তব্য। সেখানেও মতভেদ—একজন লিখেছেন, “বেশ বিনোদনমূলক, একেবারে ফাটাফাটি!” আবার আরেকজন মন্তব্য করেছেন, “এই ধরনের গান সিনেমার মান নষ্ট করে।”

“তাণ্ডব” সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এরই মাঝে “লিচুর বাগান” গানটি সিনেমাটিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471