চাঁদপুর -২ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি ১০ জুন ২০২৫ দুপুর ২ ঘটিকায় মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন এর নদীর ওপার বোরোচর গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। সেখানে আবস্থান কালে নেতাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গণসংযোগ করেন।
এ সময় ওনাকে প্রশ্ন করা হয়, আপনি বিএনপি থেকে মনোনয়ন পেলে এবং নির্বাচনে জয় লাভ করে, বোরোচর বাসীর জন্য কি করবেন? উত্তরে জনাব আউয়াল বলেন,আমি এখান যে কয়টি ওয়ার্ড আছে তা নিয়ে একটা ইউনিয়ন করবো এবং তা থেকে এখানকার জনগণ সব ধরণের সুবিধা পাবে।
এলাকা বাসীর চাওয়া, বিগত আমলে যে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছে,তা এলাকা বাসী মেনে নেননি, তারা তাদের তিন ফসলী জমি সরকার কে দিতে চান না।এ বিষয়ে যেন জনাব আউয়াল বিশেষ ব্যবস্থা নেন।