ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। ফেল করেছে মাত্র একজন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, “বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বরাবরই ফলাফলে শীর্ষে থাকে। এ বছরও আমরা দেশসেরা হতে পেরেছি। এটা শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফল।”

এদিকে ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদরাসায় পাসের হার ছিল ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭ শতাংশ হলেও গড় ফলাফলে এনএস কামিল মাদরাসা এগিয়ে রয়েছে।

জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদরাসায় পরীক্ষায় অংশ নেয় ৩৮ জন, পাস করেছে ৩৪ জন এবং জিপিএ-৫ অর্জন করেছে ২ জন।

তবে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল তুলনামূলকভাবে হতাশাজনক। ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮১ জন, কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার জানান, “সমগ্র জেলার ফলাফল এখনো হাতে আসেনি। তবে প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে বলতে পারি, আমি খুব সন্তুষ্ট নই। আজও একটি বিদ্যালয় পরিদর্শন করেছি। তবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মানোন্নয়নে কাজ চলছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

আপডেট সময় ০৯:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। ফেল করেছে মাত্র একজন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, “বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বরাবরই ফলাফলে শীর্ষে থাকে। এ বছরও আমরা দেশসেরা হতে পেরেছি। এটা শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফল।”

এদিকে ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদরাসায় পাসের হার ছিল ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭ শতাংশ হলেও গড় ফলাফলে এনএস কামিল মাদরাসা এগিয়ে রয়েছে।

জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদরাসায় পরীক্ষায় অংশ নেয় ৩৮ জন, পাস করেছে ৩৪ জন এবং জিপিএ-৫ অর্জন করেছে ২ জন।

তবে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল তুলনামূলকভাবে হতাশাজনক। ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮১ জন, কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার জানান, “সমগ্র জেলার ফলাফল এখনো হাতে আসেনি। তবে প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে বলতে পারি, আমি খুব সন্তুষ্ট নই। আজও একটি বিদ্যালয় পরিদর্শন করেছি। তবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মানোন্নয়নে কাজ চলছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471