পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরজিসি জানায়, অবৈধ বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে।
ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলাস্বরূপ অপারেশন ‘ট্রু প্রমিজ ৩’ এর দ্বাদশ পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটি দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশসীমায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত।’
অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি আরও বলেছে, তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত।
একই সঙ্গে আইআরজিসি তাদের সাবেক প্রধান হোসেইন সালামির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইসরাইলের অসংখ্য অপরাধের জবাবে অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলছে, ‘নিশ্চিত থাকুন সাইরেনের শব্দ এক সেকেন্ডের জন্যও বন্ধ হতে দেওয়া হবে না। ইহুদিবাদীদের এখন আশ্রয়কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যু অথবা যত তাড়াতাড়ি সম্ভব দখলকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি বেছে নিতে হবে।’
গ/ফ