পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত মনোয়ার ফুটবল একাডেমি ফের আলোচনায়। এ একাডেমির উদীয়মান ফুটবলার নাহিদ ইসলাম রংপুর বিভাগের হয়ে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৪-এ অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
নাহিদের এই অনবদ্য অর্জনে পুরো এলাকার গর্ব বাড়িয়েছে মনোয়ার ফুটবল একাডেমি। সাতমেড়া ফুলবাড়ী মুজাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত প্র্যাকটিস করে একাডেমির শিক্ষার্থীরা, সেখান থেকেই তৈরি হচ্ছে প্রতিভাবান খেলোয়াড়রা।
একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মনোয়ার হোসেন বলেন:
“আমাদের একাডেমি থেকে একজন খেলোয়াড় জাতীয় পর্যায়ে বিভাগীয় শিরোপা জয় করেছে—এটা শুধু আমার নয়, পুরো পঞ্চগড়বাসীর গর্ব। আমরা সব সময় চেয়েছি গ্রামের প্রতিভাগুলোকে সুযোগ করে দিতে। নাহিদের এই অর্জন প্রমাণ করে, সঠিক প্রশিক্ষণ আর দিকনির্দেশনা পেলে পঞ্চগড় থেকেও জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি সম্ভব।”
নাহিদের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে।স্থানীয় ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা বলছেন, এমন অর্জন তরুণদের ক্রীড়ামুখী করবে এবং এলাকায় ক্রীড়াচর্চা আরও বেগবান হবে।
রংপুরের শিরোপা জয়ে পঞ্চগড় মনোয়ার ফুটবল একাডেমির দীপ্ত ছোঁয়া
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত