নয়ন হোসেন
হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি
হরিপুরে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাদ আসরের পর সম্মিলিত উলিমা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হরিপুর মডেল মসজিদের প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও সমাজসেবক শামসুদ্দিন সাহেব।
সেমিনারে পবিত্র নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা, দয়া, ন্যায়পরায়ণতা ও মানবতার মহান দৃষ্টান্ত তুলে ধরা হয়। বক্তারা বলেন, নবী করিম (সা.) সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব স্থাপন সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা যুবসমাজকে ইসলামি আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বর্তমান যুগে বিভ্রান্তি ও অনৈতিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সিরাতের শিক্ষাই হতে পারে একমাত্র পথ।
সেমিনারে বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম, ইমাম, খতিবসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় আবহ ও প্রেরণামূলক আলোচনা।
সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।