ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাট-সালুটিকর সড়ক উন্নয়ন ও আঞ্চলিক মহাসড়কে রূপান্তরের দাবিতে স্বারকলিপি প্রদান

গোয়াইনঘাট-সালুটিকর সড়ককে দ্রুত সংস্কার ও আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার দাবিতে সিলেট বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদ।

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের আহবায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব, দৈনিক মরনিং পোস্ট ডটকম এর সিলেট জেলা প্রতিনিধি, সাপ্তাহিক জাতীয় কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার মো:বিলাল উদ্দিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ স্বারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণকালে বিভাগীয় কমিশনার খান মো: রেজা উন নবী বলেন, “গোয়াইনঘাট-সালুটিকর সড়কের বেহাল অবস্থার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে অবগত রয়েছে। এ সড়কের কারণে সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য বিছনাকান্দি সফর করতে না পারায় বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি নিজে আন্তরিকভাবে চেষ্টা করব সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার বিষয়ে পদক্ষেপ নিতে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে যাঁরা এ ধরনের উদ্যোগ নিচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানাই। সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে।”

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোয়াইনঘাট-সালুটিকর সড়কটি শুধু স্থানীয় জনগণের যাতায়াতের প্রধান মাধ্যম নয়, বরং পর্যটন এলাকা বিছনাকান্দি, পানথুমাই ও জাফলংয়ে যাতায়াতে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অবহেলায় সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, তা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন এর অন্যতম সদস্য জনাব লুতফুর রহমান, গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর সভাপতি শিব্বির আহমদ সাধারণ সম্পাদক মো.মুছলেহ উদ্দিন মুনাঈম যুগ্ম সাধারণ সম্পাদক এহসান এলাহী তুষার, আব্দুল্লাহ আল মাহফুজ, প্রচার সম্পাদক মামুন আহমদ সদস্য আমিনুল ইসলাম আরিফ, দুলাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, সংশ্লিষ্ট মহলের আশ্বাসের ভিত্তিতে স্থানীয় জনসাধারণ দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক ইয়ার পিস্তল সহ আটক- ০২

গোয়াইনঘাট-সালুটিকর সড়ক উন্নয়ন ও আঞ্চলিক মহাসড়কে রূপান্তরের দাবিতে স্বারকলিপি প্রদান

আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

গোয়াইনঘাট-সালুটিকর সড়ককে দ্রুত সংস্কার ও আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার দাবিতে সিলেট বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদ।

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের আহবায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব, দৈনিক মরনিং পোস্ট ডটকম এর সিলেট জেলা প্রতিনিধি, সাপ্তাহিক জাতীয় কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার মো:বিলাল উদ্দিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ স্বারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণকালে বিভাগীয় কমিশনার খান মো: রেজা উন নবী বলেন, “গোয়াইনঘাট-সালুটিকর সড়কের বেহাল অবস্থার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে অবগত রয়েছে। এ সড়কের কারণে সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য বিছনাকান্দি সফর করতে না পারায় বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি নিজে আন্তরিকভাবে চেষ্টা করব সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার বিষয়ে পদক্ষেপ নিতে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে যাঁরা এ ধরনের উদ্যোগ নিচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানাই। সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে।”

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোয়াইনঘাট-সালুটিকর সড়কটি শুধু স্থানীয় জনগণের যাতায়াতের প্রধান মাধ্যম নয়, বরং পর্যটন এলাকা বিছনাকান্দি, পানথুমাই ও জাফলংয়ে যাতায়াতে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অবহেলায় সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, তা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন এর অন্যতম সদস্য জনাব লুতফুর রহমান, গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর সভাপতি শিব্বির আহমদ সাধারণ সম্পাদক মো.মুছলেহ উদ্দিন মুনাঈম যুগ্ম সাধারণ সম্পাদক এহসান এলাহী তুষার, আব্দুল্লাহ আল মাহফুজ, প্রচার সম্পাদক মামুন আহমদ সদস্য আমিনুল ইসলাম আরিফ, দুলাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, সংশ্লিষ্ট মহলের আশ্বাসের ভিত্তিতে স্থানীয় জনসাধারণ দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471