নারী এশিয়ান কাপ বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপের মূল পর্বে খেলার খুব কাছে বাংলাদেশ।
আজ বুধবার (২ জুলাই) ইয়াংগুনের থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলা অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
ফিফা র্যাংকিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারকে ঘরের মাটিতে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ম্যাচের দুই অর্ধে হয়েছে বাংলাদেশের গোল দুটি। দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা।
ম্যাচের শুরু থেকেই লাল-সবুজ পরিহিত মেয়েরা আক্রমণাত্মক খেলতে থাকে । দ্বিতীয় মিনিটেই মনিকার একটি ক্রস রুখে দেন মিয়ানমারের গোলরক্ষক ফখিন মো মো তুন। পরের মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকান শামসুন্নাহার সিনিয়র। ১৮ মিনিটে শামসুন্নাহার দারুণ ড্রিবল করে বক্সের দিকে এগোলে তাকে ফাউল করেন খিন ম্যো থান্ডার তুন।
সেই ফাউলের জন্য বাংলাদেশ ফ্রি-কিক পেয়ে যায় । ঋতুপর্ণা চাকমার নেওয়া প্রথম শটটি প্রতিহত হলেও ফিরে আসা বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠাতে সক্ষম হয়েছে বাংলাদেশি উইঙ্গার। বিরতির পর বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক গোল করে স্কোরলাইন ২-০ করেন গত সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।
এ নিয়ে দুই ম্যাচে তিন গোল করলেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা উইন উইনের গোলে ব্যবধান ২-১ করে স্বাগতিক মিয়ানমার। টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে বাটলারের দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।