শেরপুর সদর উপজেলার সমবায়ীদের সার্বিক উন্নয়ন ও সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শফিকুল মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুল মাসুদ বলেন, “সমবায়ীদের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। সমবায় ব্যবস্থার সঠিক বাস্তবায়ন ও সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।” তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সমবায় কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সমবায় নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সমবায়ীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে খোলামেলা আলোচনা হয়। সমবায়ীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।