ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করা এইচএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তারের অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পরিবারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ছেলে বায়জিদ হোসেন সজিব ও মেয়ে ফারজানা আক্তারের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয় এবং প্রেমিকের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ফারজানা আক্তার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বলেছিলেন: “হয় বিয়ে করো, না হয় এখানেই গলায় ফাঁস দিবো।”
তিনি অভিযোগ করেছিলেন, দুই বছর আগে কুয়াকাটায় প্রথম দেখা হওয়ার পর বায়জিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পর বায়জিদ বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। তাই ফারজানা স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
বিয়ের দাবিতে অনশনের বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন এবং দুই পরিবারের আলোচনার ভিত্তিতে অবশেষে প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি ঘটে।
বিয়ের মধ্য দিয়ে ফারজানার অনশন ও উত্তেজনার অবসান ঘটায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। প্রেমের সম্পর্ককে বৈধ বন্ধনে আবদ্ধ করে নতুন জীবনের যাত্রা শুরু করায় ফারজানাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।