জেলা প্রতিনিধি:
মা ও শিশু কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় গর্ভবতী, প্রসূতি এবং শিশু-কিশোরদের যত্ন ও ইপিআই টিকাদান কার্যক্রম নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই ) শেরপুর সদরের ৫ নং ধলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৫ নং ধলা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মো: জাকির হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমেদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্য সহকারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, নবজাতক ও কিশোর-কিশোরীদের সঠিক যত্ন নেওয়া এবং ইপিআই টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। চেয়ারম্যান জাকির হোসেন তার বক্তব্যে বলেন,
“মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইউনিয়নের প্রতিটি পরিবারকে এই বিষয়ে সচেতন করতে হবে যেন কোনো গর্ভবতী মা বা শিশু স্বাস্থ্যসেবার বাইরে না থাকে।”
প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমেদ বলেন,
“ইপিআই টিকাদান কর্মসূচি শিশুদের রোগমুক্ত ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সমন্বয় আরও জোরদার করা হবে।”
অনুষ্ঠানের শেষাংশে ইউনিয়নবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।