ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান হেফাজতে ইসলামের।

  • মো: আবু তৈয়ব
  • আপডেট সময় ১১:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

হাটহাজারী, চট্টগ্রাম, (প্রতিনিধি) :
চাঁদা না দেয়ায় পুরান ঢাকার মিডফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ শনিবার সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, পুরান ঢাকার মিডফোর্ডে চাঁদা না দেয়ার কারণে এক গরিব ভাঙারি পণ্য ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, দেশপ্রেমিক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গসংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। পক্ষান্তরে, অন্তর্বর্তী সরকারকেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশবাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশবাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশবাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইন-শৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না।

তারা বলেন, আমরা আগেও বলেছি, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ, সেখানেই দেশপ্রেমিক জনতা ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা এগিয়ে আসবেন। রাজনেতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাইর ছাত্র-জনতাকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিএনপির নেতৃত্বের উদ্দেশে তারা বলেন, মরহুম জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার গণআকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এসেছে। আলেম সমাজ ও নতুন প্রজন্ম সেই বিপ্লবের প্রধান কারিগর। তাদের বিপ্লবী কণ্ঠ ও অদম্য আবেগ-অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না। পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপতে নামতে দ্বিধা করবেন না।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান হেফাজতে ইসলামের।

আপডেট সময় ১১:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

হাটহাজারী, চট্টগ্রাম, (প্রতিনিধি) :
চাঁদা না দেয়ায় পুরান ঢাকার মিডফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ শনিবার সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, পুরান ঢাকার মিডফোর্ডে চাঁদা না দেয়ার কারণে এক গরিব ভাঙারি পণ্য ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, দেশপ্রেমিক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গসংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। পক্ষান্তরে, অন্তর্বর্তী সরকারকেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশবাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশবাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশবাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইন-শৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না।

তারা বলেন, আমরা আগেও বলেছি, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ, সেখানেই দেশপ্রেমিক জনতা ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা এগিয়ে আসবেন। রাজনেতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাইর ছাত্র-জনতাকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিএনপির নেতৃত্বের উদ্দেশে তারা বলেন, মরহুম জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার গণআকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এসেছে। আলেম সমাজ ও নতুন প্রজন্ম সেই বিপ্লবের প্রধান কারিগর। তাদের বিপ্লবী কণ্ঠ ও অদম্য আবেগ-অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না। পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপতে নামতে দ্বিধা করবেন না।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471