শেরপুর জেলা প্রতিনিধি:
সোমবার, ২৮ জুলাই ২০২৫ — শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের ডুবারচর যুব সমাজের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা।
ডুবারচর এলাকার প্রাণকেন্দ্র কামারেরচর উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪:০০টায় অনুষ্ঠিত এ বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এস.এম সুপার বনাম ডুবারচর ডাক্তার বাড়ী। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলায় ডুবারচর ডাক্তার বাড়ী অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ৫-২ গোলে জয় লাভ করে এবং ট্রফির মুকুট নিজেদের করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: এস.এম. রাশেদুজ্জামান (রিপন)। তিনি বলেন,
“গ্রামের মাটিতে এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। ডুবারচর যুব সমাজকে ধন্যবাদ, যারা এমন একটি সফল আয়োজন করেছে।”
অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্টাল সলিউশনস লিঃ এর পরিচালক প্রকৌশলী মোঃ গোলাম ফারুক। তিনি খেলোয়াড়দের মাঝে স্পোর্টসম্যানশিপ গড়ে তোলার আহ্বান জানান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু সাঈদ আরজু (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ১ং কামারেরচর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আকতার হোসেন, সহ-সভাপতি, পল্লী উন্নয়ন বোর্ড, শেরপুর সদর। মোঃ ইমরান হোসেন (বাবু), সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, শেরপুর জেলা শাখা। মোঃ মোস্তফা কামাল, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, ১নং কামারেরচর ইউনিয়ন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। আয়োজন শেষে সকলের মুখে ছিল একটাই কথা —
“এমন সুন্দর আয়োজন যেন প্রতিবছর নিয়মিত হয় এবং ডুবারচর ফুটবলে আবার জেগে ওঠে।”