উখিয়া উপজেলা প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী এবং কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারি আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উখিয়া বাজার স্টেশনে গণসংযোগ করেছেন। আজ রবিবার (১৩ জুলাই) বিকাল পাঁচটার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণসংযোগে মাওলানা নুর আহমদ আনোয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও নেতৃবৃন্দ। উখিয়া বাজার স্টেশন এলাকার দোকানপাটে গিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট ও সামাজিক ন্যায়ের প্রশ্নে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ অস্থিরতা, অবিচার ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র। জামায়াতে ইসলামী সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আমরা কোন ব্যক্তি নয়, আদর্শের পক্ষে ভোট চাই।
উখিয়া-টেকনাফ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর গণসংযোগ
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- ২৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত