জেলা প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ৭২০ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিনের পলিব্যাগ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া এলাকায় সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মহিউদ্দিন আহমেদ পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানে মো. মূছা হারুন মোল্লা (৫৩) নামে একজনকে আটক করা হয়। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পশ্চিম রতনদি এলাকার বাসিন্দা।
তার হেফাজত থেকে চারটি সাদা প্লাস্টিকের বস্তা ও চারটি বাদামী কাগজে মোড়ানো বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ছিল ৯০ কেজি করে পলিথিন—মোট ৭২০ কেজি।
জব্দকৃত পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও নিষিদ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়মিত মাদক ও পরিবেশবিরোধী অভিযান চলমান থাকবে।