ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার দিঘলিয়ায় খালে অবৈধ জাল-পাটা উচ্ছেদ

  • ইকবাল মোল্লা
  • আপডেট সময় ০৫:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

দিঘলিয়া উপজেলা প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বিভিন্ন খালে মা মাছের প্রজনন ব্যাহত ও খাল দখলের অভিযোগে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ উচ্ছেদ অভিযান।

দিঘলিয়ার একাধিক খাল ঘুরে দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাল ও পাটা স্থাপন করে মাছ ধরার ফাঁদ তৈরি করেছে। এতে মা মাছ ডিম ছাড়ার আগেই ধরা পড়ে যাচ্ছে, ফলে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং জলজ পরিবেশ হুমকির মুখে পড়ছে।

এছাড়া এসব স্থায়ী ফাঁদের কারণে আশপাশের বসতবাড়ি ও মাছের ঘেরগুলোর পানি আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার দরিদ্র শ্রেণির মানুষ, যারা প্রতিদিন খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

অভিযানে নেতৃত্ব দেন দিঘলিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। তাঁর সঙ্গে ছিলেন মেরিন ফিশারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, দিঘলিয়া আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল-এর সদস্য সজল কুমার বিশ্বাসসহ আরও অনেকে।

অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ জাল ও পাটা ধ্বংস করা হয়।
অভিযান শেষে এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

দিনাজপুর সুইহা্রীতে দাবা খেলা অনুষ্ঠিত।

খুলনার দিঘলিয়ায় খালে অবৈধ জাল-পাটা উচ্ছেদ

আপডেট সময় ০৫:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

দিঘলিয়া উপজেলা প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বিভিন্ন খালে মা মাছের প্রজনন ব্যাহত ও খাল দখলের অভিযোগে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ উচ্ছেদ অভিযান।

দিঘলিয়ার একাধিক খাল ঘুরে দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাল ও পাটা স্থাপন করে মাছ ধরার ফাঁদ তৈরি করেছে। এতে মা মাছ ডিম ছাড়ার আগেই ধরা পড়ে যাচ্ছে, ফলে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং জলজ পরিবেশ হুমকির মুখে পড়ছে।

এছাড়া এসব স্থায়ী ফাঁদের কারণে আশপাশের বসতবাড়ি ও মাছের ঘেরগুলোর পানি আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার দরিদ্র শ্রেণির মানুষ, যারা প্রতিদিন খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

অভিযানে নেতৃত্ব দেন দিঘলিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। তাঁর সঙ্গে ছিলেন মেরিন ফিশারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, দিঘলিয়া আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল-এর সদস্য সজল কুমার বিশ্বাসসহ আরও অনেকে।

অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ জাল ও পাটা ধ্বংস করা হয়।
অভিযান শেষে এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471