ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাদুরতলা সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। এতে করে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষদের।
সড়কটির দুই পাশে টিনের ঘর, আর মাঝখানে কাদা-পানির স্রোত! প্রতিদিন এ পথে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে স্লিপ খেয়ে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি পাকা করাসহ টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। তা না হলে বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন রাজাপুরের সাধারণ মানুষ।