আবদুল্লাহ আল শাহিদ খান
আঁধার ঘরে আলো নিয়ে
আসলো মোবাইল ফোন
মনের সাথে মনের দেখো
রাখলো কতো মিল।
ছেলে মেয়ে বললো কথা
বাবা মা’য়ের সাথে
মনটা তাই জুড়িয়ে গেল
দুঃখ সবই ভুলে।
বাবা মা’য়েও বললো কথা
তাদের বাবা মা’য়ের সাথে
স্বজন কতো আপন হলো
এই মোবাইল ফোন এসে।
প্রয়োজনবোধ কতো সহজ হলো
দূর দূরান্ত এলো অনেক কাছে
আপন পর সবাই আপন হলো
দূর দূরান্ত থেকে।
হাজার লক্ষ টাকা খরচ করে
হতো না যেই কাজ আগে
মোবাইল ফোন এসে সে কাজ
করছে মুহূর্তে।
প্রয়োজনবোধ এতোই হলো
বাড়লো মোবাইল ফোন ব্যবহার
বাদশা ফকির ফোনের এবার
করলো একি হাল।
ধন্যবাদ তাই বিজ্ঞানীদের
আধুনিক যুগকেও স্বাগতম
মানুষ গুলো সব ফোনকে নিয়ে
কেমন করলো আলিঙ্গন।
শিশু বাচ্চা কয়না কথা
নেইতো কোন জ্ঞান
সেও না-কি আর ঘুমায় নাতো
না শুনে মোবাইলে গান।
তিন দু’গুনে পাঁচ বলে আর
শুণ্য অক্ষর জ্ঞান
সেও না-কি আজ মোবাইল ফোনে
ভাসায় প্রেমের বান।
মা ভাসলো বোন ভাসলো ভাসলো খালা ফুফু
ভাই বন্ধু বাবা চাচা আরও মামা খালু
ভাসলো নারী পুরুষ জাতি কেউ নেই তো আর পিছু
এ যে মোবাইল ফোনের যাদু।
মোবাইল ছেলে মেয়ে বলছে শুধু কথা
অফার সাজে কথায় ভিজে আছে অনেক মজা
মজায় মজায় প্রেম রসে ভেজা
যায় না যাক আছে যতো টাকা।
টপ সন্ত্রাস ল্যাংড়া মাছি মোবাইল নিয়ে হাতে
হুমকি ধামকি অস্র হাতে সাজে
সন্ত্রাসী কাম সহজ হয়ে
প্রচুর চাঁদার টাকা নিচ্ছে কামাই করে।
পুলিশ বাবা আরও আছে আমলা কর্মকর্তা যারা
মোবাইল ফোনে ঠিক করে নিচ্ছে ঘূষ
নিরিবিলি ঐ মানব শুণ্য
নিরাপদময় জিগাতলা।
নেতার কথায় টোকাই করে
মোবাইল ফোন লাগিয়ে কানে
হরতালের ডাক দিচ্ছে তারা
বোমা ফাটায় মানুষ মারে তাতে।
টুকটুকি প্রেম করছে না-কি দুখাই ছেলের সাথে
তারা নাকি কোটিপতি ক্ষমতাও অনেক আছে
প্রেমের নামে রস মিলনে বাচ্চা নিয়ে পেটে
এখন না-কি সে মরতে চায় গলায় ওড়না দিয়ে।