নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা, ২১ জুলাই:
রাজধানীর উত্তরা এলাকায় আজ দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটি নিচে পড়লে আশেপাশে থাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আকাশ থেকে বিকট শব্দ করে বিমানটি একটি খোলা মাঠের পাশে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক, এপর্যন্ত নিহত ১৮ জন এবং আহত ১১৬ জন।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিমানটি কোন ট্রেনিং একাডেমির অধীনে পরিচালিত হচ্ছিল, তা যাচাই করা হচ্ছে।
মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আকাশপথে প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।