জেলা প্রতিনিধি :
শেরপুরে আজ সোমবার (২৮ জুলাই) যথাযোগ্য মর্যাদায় Doctors and Health Workers Day উদযাপন ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি — রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
এই মহৎ আয়োজনটি অনুষ্ঠিত হয় শেরপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর জনাব তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, শেরপুর জনাব ডাঃ মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহ শিবলী সাদিক, জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সুধীজনেরা।
রক্তদানে অংশগ্রহণকারীরা সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্বুদ্ধ হয়ে এ মহৎ কার্যক্রমে নিজেদের সক্রিয় ভূমিকা রাখেন। তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ স্বেচ্ছায় রক্তদানে অংশ নিয়ে মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,
> “রক্তদানের মতো একটি মহৎ কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।”
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে।
এই আয়োজনটি চিকিৎসা খাতের প্রতি সম্মান, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে।