ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোলাগার ভালোবাসার অন্যতম মনোমুগ্ধকর নিদর্শন ফুলের সমাহার।

  • এম মনিরুল ইসলাম
  • আপডেট সময় ০৫:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

শ্যামনগর(সাতক্ষীরা):
সাতক্ষীরার শ্যামনগরের পল্লীতে বিচিত্র মায়া ভরা ফুলের ব্যবসা করে সফল হওয়া এক ব্যক্তির সন্ধান মিলেছে।
অনুসন্ধানে প্রকাশ, গতকাল বুড়িগোয়ালিনী সকাল নটার দিকে বিজি কলেজ সংলগ্ন এলাকায়, ভ্যান গাড়িতে করে মনোহরি বিভিন্ন রকম ফুল বিক্রি করেন। নাম মতিউর রহমান বাড়ি একই উপজেলার ফুলতলা গ্রামে। কতদিন যাবৎ এ ফুলের ব্যবসা করছেন,তাতে পরিবার সচ্ছল কিনা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান,প্রায় ১৩ বছর ধরে ফুল লাগানো এবং বিক্রির সঙ্গে জড়িত।নিজের বাড়িতে ফুলের নার্সারি ও আবাদ করেছি।

বারোমাসিক বিভিন্ন ধরনের বিচিত্রময় ফুল বেচা বিক্রি করে থাকি।এখন শীতকাল তাই ভ্যান গাড়ি নিয়ে বের হয়েছি।কয়েকজনকে তার নিকট থেকে ফুল কিনতে দেখা যায়।দৈনিক কেমন মুনাফা অর্জিত হয় জানতে চাইলে তিনি বলেন,৮০০- ৯০০ এরকম, কখনো ৫০০ এর নিচে নামে না। ফুল ভালোবাসে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম।ফুল চাষের সফল চাষি মতিয়ার ফুলগুলো নিয়েই যেন খুশি।বিক্রি হলে না হলেও ফুল তাকে হাসি খুশি করে রাখে। পৃথিবীর সুন্দর জিনিস গুলোর মধ্যে ফুল অন্যতম।মায়া মমতার প্রতীক,ছোট-বড় পুরুষ মহিলা বৃদ্ধ বনিতা সকলেই ফুল ভালোবেসে থাকেন।ফুল দেখলে অনেক অতীত অন্তরঙ্গ মধুর স্মৃতিগুলো ভেসে ওঠে। ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা বিরল।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

ভালোলাগার ভালোবাসার অন্যতম মনোমুগ্ধকর নিদর্শন ফুলের সমাহার।

আপডেট সময় ০৫:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

শ্যামনগর(সাতক্ষীরা):
সাতক্ষীরার শ্যামনগরের পল্লীতে বিচিত্র মায়া ভরা ফুলের ব্যবসা করে সফল হওয়া এক ব্যক্তির সন্ধান মিলেছে।
অনুসন্ধানে প্রকাশ, গতকাল বুড়িগোয়ালিনী সকাল নটার দিকে বিজি কলেজ সংলগ্ন এলাকায়, ভ্যান গাড়িতে করে মনোহরি বিভিন্ন রকম ফুল বিক্রি করেন। নাম মতিউর রহমান বাড়ি একই উপজেলার ফুলতলা গ্রামে। কতদিন যাবৎ এ ফুলের ব্যবসা করছেন,তাতে পরিবার সচ্ছল কিনা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান,প্রায় ১৩ বছর ধরে ফুল লাগানো এবং বিক্রির সঙ্গে জড়িত।নিজের বাড়িতে ফুলের নার্সারি ও আবাদ করেছি।

বারোমাসিক বিভিন্ন ধরনের বিচিত্রময় ফুল বেচা বিক্রি করে থাকি।এখন শীতকাল তাই ভ্যান গাড়ি নিয়ে বের হয়েছি।কয়েকজনকে তার নিকট থেকে ফুল কিনতে দেখা যায়।দৈনিক কেমন মুনাফা অর্জিত হয় জানতে চাইলে তিনি বলেন,৮০০- ৯০০ এরকম, কখনো ৫০০ এর নিচে নামে না। ফুল ভালোবাসে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম।ফুল চাষের সফল চাষি মতিয়ার ফুলগুলো নিয়েই যেন খুশি।বিক্রি হলে না হলেও ফুল তাকে হাসি খুশি করে রাখে। পৃথিবীর সুন্দর জিনিস গুলোর মধ্যে ফুল অন্যতম।মায়া মমতার প্রতীক,ছোট-বড় পুরুষ মহিলা বৃদ্ধ বনিতা সকলেই ফুল ভালোবেসে থাকেন।ফুল দেখলে অনেক অতীত অন্তরঙ্গ মধুর স্মৃতিগুলো ভেসে ওঠে। ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা বিরল।