ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোরিয়ান রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক। ২৮ জুলাই সোমবার সকাল ১০:৩০টায় রাজধানীর বনানীতে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক। বৈঠকে দুই পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, বিনিয়োগ, রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। আমীরে জামায়াতের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, “মান্যবর কোরিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশ-কোরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি, রাষ্ট্রদূত বাংলাদেশের রপ্তানি শুল্ক ও ট্যারিফ সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন।” আলোচনায় আমীরে জামায়াত বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ। এখানে সাসটেইনেবল অর্থনীতির জন্য প্রয়োজনীয় রিসোর্স ও স্কোপ রয়েছে। বিশেষ করে গার্মেন্টস খাতে বাংলাদেশ একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই, যার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।” নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে আমীরে জামায়াত জানান, “রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব আমরা দিয়েছি। অধিকাংশ রাজনৈতিক দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এতে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব হ্রাস পাবে এবং যোগ্য প্রার্থীরা নির্বাচিত হওয়ার সুযোগ পাবে।” বৈঠকে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তরসহ বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

ঝালকাঠি রাজাপুরে স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল হাওলাদার গ্রেপ্তার

কোরিয়ান রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আপডেট সময় ০৩:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক। ২৮ জুলাই সোমবার সকাল ১০:৩০টায় রাজধানীর বনানীতে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক। বৈঠকে দুই পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, বিনিয়োগ, রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। আমীরে জামায়াতের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, “মান্যবর কোরিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশ-কোরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি, রাষ্ট্রদূত বাংলাদেশের রপ্তানি শুল্ক ও ট্যারিফ সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন।” আলোচনায় আমীরে জামায়াত বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ। এখানে সাসটেইনেবল অর্থনীতির জন্য প্রয়োজনীয় রিসোর্স ও স্কোপ রয়েছে। বিশেষ করে গার্মেন্টস খাতে বাংলাদেশ একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই, যার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।” নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে আমীরে জামায়াত জানান, “রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব আমরা দিয়েছি। অধিকাংশ রাজনৈতিক দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এতে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব হ্রাস পাবে এবং যোগ্য প্রার্থীরা নির্বাচিত হওয়ার সুযোগ পাবে।” বৈঠকে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তরসহ বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করা হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471