বাঁশখালী উপজেলা প্রতিনিধি:
বাঁশখালী (চট্টগ্রাম): ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ১০নং চাম্বল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৫ই আগস্ট, এই র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকাল ৪টায় চাম্বল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ১০নং চাম্বল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, এই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করার জন্য এই আন্দোলনের চেতনাকে ধারণ করার আহ্বান জানানো হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে র্যালিটি সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি প্রকাশ পায়।
জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি: ১০নং চাম্বল ইউনিয়নে বিজয় র্যালি অনুষ্ঠিত
-
নেজাম উদ্দীন
- আপডেট সময় ১১:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- ৫০ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত