ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে যুবলীগ ও কৃষক লীগের নেতা গ্রেফতার।

  • আক্কাস আলী খান
  • আপডেট সময় ০৫:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ও কৃষকলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতদিয়া ২ নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩) এবং ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩৫)।

গতকাল সোমবার গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে রাত পৌনে ১০টার দিকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত মাজেদ মন্ডল ও মমিনুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার আসামিদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে ।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

রাজবাড়ীতে যুবলীগ ও কৃষক লীগের নেতা গ্রেফতার।

আপডেট সময় ০৫:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ও কৃষকলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতদিয়া ২ নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩) এবং ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩৫)।

গতকাল সোমবার গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে রাত পৌনে ১০টার দিকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত মাজেদ মন্ডল ও মমিনুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার আসামিদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471