ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল-প্রজন্ম: প্রেম, প্রগতি ও অবক্ষয়ের ইতিকথা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল শাহিদ খান :
স্কুল কলেজ ভার্সিটিতে আর নেইতো লেখাপড়া
মোবাইল ফোনে শুধু কথা বলে
শিক্ষালয়ে ক্লাস ছেড়ে গাছতলাতে তাই
প্রেমের বসিয়েছে মেলা।

সুন্দরী মোর জানের জান
মোবাইলে বলছে যে মাতাল
আই লাভ ইউ না বলিলে
মারবো এসিড তোর কপালে।

টাইট ফিটিং পাতলা কাপড় তিন ভাগ তার ফাঁকা
বোরকা পড়া এখন না-কি হয়ে গেছে জ্বালা
বোরকার ধরণ পাল্টে এখন চুমকি দিয়ে ভরা
মোবাইলে কথা বলে গাথে প্রেমের মালা

মোবাইল ফোনে আপন হয়ে বলছে শুধু কথা
খালাতো ভাই মামাতো বোন ভুলেই গেছে তারা
মামা ভাগ্নি খালা মামা হয়ে প্রেমিক প্রেমিকা
বাবা মা’য়েও না-কি তাদের প্রেমের বড় শাখা।

কথার রসে অঙ্গে মধু মিস কলে হয় কথা
দিন রাত্রি বললে কথা
যুবক যুবতীদের এমনি করে
হয় গো ভালোবাসা।

প্রেমের যতো ছন্দ বলে
মোবাইল ধরে কানে
ব্লু ছবি আর নষ্ট কিছু
রাখছে ধরে তাতে।

টিকটক আর বিগো লাইভ
লাইক ইট এ্যাপে ভরা
ভেলকি নাচন নাচছে তারা
ইজ্জত বিলায় দিয়া।

ফ্রী ফায়ার আর পাবজি গেমে
দেশটা গেছে ভরে
শিশু বাচ্চা যুব বৃদ্ধ সব ভুলে
মোবাইলের নেশায় পড়ে জ্বালা।

মোবাইল ফোনে কথা বলে
উপহার আর গয়না আইফোন পেয়ে
প্রবাসীর বউ যাচ্ছে ভেগে
দুই তিন বাচ্চা রেখে ভাতিজার সাথে।

পড়াশোনা আর ভাল্লাগে না
ভালো লাগে ভালোবাসা
সব ছেড়ে তাই ধরেছি এবার
মোবাইল ফোনে কথা।

ভালো জাতের পোলা আর কাপড়ের ত্যানা
নদীর পানি ঘোলা আর জাতের মেয়ে কালা
এখন তো আর নেই যে সে যুগ
কেমনে মিলবে তাদের দেখা!

ট্যাগস :
সর্বাধিক পঠিত

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

মোবাইল-প্রজন্ম: প্রেম, প্রগতি ও অবক্ষয়ের ইতিকথা

আপডেট সময় ০৪:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

আবদুল্লাহ আল শাহিদ খান :
স্কুল কলেজ ভার্সিটিতে আর নেইতো লেখাপড়া
মোবাইল ফোনে শুধু কথা বলে
শিক্ষালয়ে ক্লাস ছেড়ে গাছতলাতে তাই
প্রেমের বসিয়েছে মেলা।

সুন্দরী মোর জানের জান
মোবাইলে বলছে যে মাতাল
আই লাভ ইউ না বলিলে
মারবো এসিড তোর কপালে।

টাইট ফিটিং পাতলা কাপড় তিন ভাগ তার ফাঁকা
বোরকা পড়া এখন না-কি হয়ে গেছে জ্বালা
বোরকার ধরণ পাল্টে এখন চুমকি দিয়ে ভরা
মোবাইলে কথা বলে গাথে প্রেমের মালা

মোবাইল ফোনে আপন হয়ে বলছে শুধু কথা
খালাতো ভাই মামাতো বোন ভুলেই গেছে তারা
মামা ভাগ্নি খালা মামা হয়ে প্রেমিক প্রেমিকা
বাবা মা’য়েও না-কি তাদের প্রেমের বড় শাখা।

কথার রসে অঙ্গে মধু মিস কলে হয় কথা
দিন রাত্রি বললে কথা
যুবক যুবতীদের এমনি করে
হয় গো ভালোবাসা।

প্রেমের যতো ছন্দ বলে
মোবাইল ধরে কানে
ব্লু ছবি আর নষ্ট কিছু
রাখছে ধরে তাতে।

টিকটক আর বিগো লাইভ
লাইক ইট এ্যাপে ভরা
ভেলকি নাচন নাচছে তারা
ইজ্জত বিলায় দিয়া।

ফ্রী ফায়ার আর পাবজি গেমে
দেশটা গেছে ভরে
শিশু বাচ্চা যুব বৃদ্ধ সব ভুলে
মোবাইলের নেশায় পড়ে জ্বালা।

মোবাইল ফোনে কথা বলে
উপহার আর গয়না আইফোন পেয়ে
প্রবাসীর বউ যাচ্ছে ভেগে
দুই তিন বাচ্চা রেখে ভাতিজার সাথে।

পড়াশোনা আর ভাল্লাগে না
ভালো লাগে ভালোবাসা
সব ছেড়ে তাই ধরেছি এবার
মোবাইল ফোনে কথা।

ভালো জাতের পোলা আর কাপড়ের ত্যানা
নদীর পানি ঘোলা আর জাতের মেয়ে কালা
এখন তো আর নেই যে সে যুগ
কেমনে মিলবে তাদের দেখা!


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471