মোঃ ইকবাল মোল্লা
দিঘলিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়ায় উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন দিঘলিয়া পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন। তিনি বলেন,
“আজ তোমরা কঠোর পরিশ্রম করে জিপিএ-৫ অর্জন করেছো। এই সাফল্যের পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অতীতে আমরা দেখেছি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরাই রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করেছে। তাই শুধু মেধা নয়, ইসলামী নৈতিকতা অর্জনই প্রকৃত সাফল্যের পথ।”
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও খুলনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন,
“তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। মেধা ও নৈতিকতা দিয়ে দেশ পরিচালনা করলে বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মুশাররফ আনসারী, খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারি মো. ইলিয়াছ হোসাইন এবং দিঘলিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সাবেক থানা সভাপতি শহিদুল ইসলাম মানিক, তরিকুল ইসলাম সুমন, মুশফিকুর রহমান সামি (সেক্রেটারি, দিঘলিয়া পূর্ব থানা), সাকিব শেখ (সেক্রেটারি, দিঘলিয়া পশ্চিম থানা) প্রমুখ।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬৫ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও গিফট প্যাকেজ প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
শেষে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।