খুলনার কয়রায় রবিবার সকালে ১১ টায় ৩০ মিনিটে মৃত হামিদ ফকিরের ছোট পুত্র মোঃ সাইফুজ্জামান সুমন সাংবাদিক আছাদুল হক, কে উপজেলা পরিষদের মেনগেটের সামনে একটি কম্পিউটার ঘর থেকে জোরপূর্ব হাত ধরে টেনে নিয়ে। মেন গেটের সামনে গলির ভিতরে নিয়ে হুমকি প্রদান করে।
সাইফুজ্জামান সুমন আরো বলেন সাংবাদিক আছাদুল হক তুই আমাকে ৫ লক্ষ টাকা দিলে কয়রাতে উঠতে পারবি না হলে
তোর অবস্থা খারাপ হবে।
এই হুমকির প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে। এর আগেও বিভিন্ন লোক মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছে তারও যথেষ্ট প্রমাণ আছে। এমনকি গাড়িসহ মেরে দেবে তার সাক্ষী রয়েছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দুঃশাসনের আমলে বিভিন্ন।
মানুষের হয়রানি করে অর্থ লুটিয়ে নেওয়ার ও অভিযোগ রয়েছে অসহায় মানুষের অসত্যের সুযোগ নিয়ে। জায়গা লিখে নেওয়ার অভিযোগ রয়েছে।
দ্রুত এই সাইফুজ্জামান সুমনের আইনের আওতায় না আনলে না জানি আর কত মানুষ হয়রানি হবে। ও হুমকির মুখে পড়বে
কয়রার স্থানীয় বলে পাওয়ার খাটিয়ে চলে।
কেউ কিছু বললে বলে আমার কিছু করার মত ক্ষমতা কেউ রাখে না। কারুন আমি কয়রার স্থানীয়।
আমরা সাংবাদিক দের নিরাপত্তার জন্য, প্রশাসনের কাছে দাবি করছি এর দূরত্ব ব্যবস্থা নেওয়া হোক।