রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত)-এর উদ্যোগে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মরহুম তুহিনের সাংবাদিকতায় নিষ্ঠা, সততা ও সাহসিকতার কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।
তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক, সত্য ও ন্যায়ের পক্ষে যিনি সর্বদা কলম চালিয়েছেন। তার অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
দোয়া মাহফিলে রংপুরের সিনিয়র সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন