ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রগতি লেখক সংঘের সম্মেলন ও কমিটি গঠন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ-
“দীপ্ত রৌদ্র তেজে, প্রতিবাদে দাঁড়াও নিজে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার দ্বিতীয় সম্মেলন শনিবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । সম্মেলন থেকে সকল অন্যায় অবিচার ভেদবুদ্ধি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার ঘোষণা করা হয়।
সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি বরেণ্য কবি, গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ লেখকদের প্রতি সমাজের বৈষম্য ও অসঙ্গতিগুলো তাদের লেখনীতে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রগতি লেখক সংঘের মূল লক্ষ্য হলো মুক্ত ও প্রগতিশীল চিন্তা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা।


বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা, শোক প্রস্তাব পাঠ করেন সহ-সভাপতি গৌতমাশীষ গুহ সরকার। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, ক্রীড়া সংগঠক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুন, কবি মমতাজ বেগম রেখা, ব্যবসায়ী-সমাজসেবক আকতার আমিন বাবলা, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, লেখক মারুফ আকতার, সাহিত্য ও সংস্কৃতিকর্মী আব্দুল্যাহ আদিল নান্নু, ওলিউল ইসলাম বাদল, শাহ আলম বাবলু, মোহাম্মদ আমিন, অ্যাড. আবুল কাশেম ইয়াসবীর, মোদাচ্ছেরুজ্জামান মিলু, কঙ্কন সরকার, মানিক বাহার প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
আলোচনা পর্ব শেষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। এতে অংশ নেন মাহমুদ সাগর মহব্বত, চুনি ইসলাম, রণজিৎ সরকার, সোমা সেন, রোজাইনা আকতার, মেঘলীনা দ্যুতি ও পরমা।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিককর্মী শিরিন আকতার।
এরপর সাংগঠনিক অধিবেশনে সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন তার প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ প্রতিভা সরকার ববি আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কবি দেবাশীষ দাশ দেবু সভাপতি ও রজতকান্তি বর্মনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

গাইবান্ধায় প্রগতি লেখক সংঘের সম্মেলন ও কমিটি গঠন

আপডেট সময় ০৩:০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ-
“দীপ্ত রৌদ্র তেজে, প্রতিবাদে দাঁড়াও নিজে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার দ্বিতীয় সম্মেলন শনিবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । সম্মেলন থেকে সকল অন্যায় অবিচার ভেদবুদ্ধি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার ঘোষণা করা হয়।
সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি বরেণ্য কবি, গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ লেখকদের প্রতি সমাজের বৈষম্য ও অসঙ্গতিগুলো তাদের লেখনীতে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রগতি লেখক সংঘের মূল লক্ষ্য হলো মুক্ত ও প্রগতিশীল চিন্তা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা।


বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা, শোক প্রস্তাব পাঠ করেন সহ-সভাপতি গৌতমাশীষ গুহ সরকার। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, ক্রীড়া সংগঠক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুন, কবি মমতাজ বেগম রেখা, ব্যবসায়ী-সমাজসেবক আকতার আমিন বাবলা, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, লেখক মারুফ আকতার, সাহিত্য ও সংস্কৃতিকর্মী আব্দুল্যাহ আদিল নান্নু, ওলিউল ইসলাম বাদল, শাহ আলম বাবলু, মোহাম্মদ আমিন, অ্যাড. আবুল কাশেম ইয়াসবীর, মোদাচ্ছেরুজ্জামান মিলু, কঙ্কন সরকার, মানিক বাহার প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
আলোচনা পর্ব শেষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। এতে অংশ নেন মাহমুদ সাগর মহব্বত, চুনি ইসলাম, রণজিৎ সরকার, সোমা সেন, রোজাইনা আকতার, মেঘলীনা দ্যুতি ও পরমা।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিককর্মী শিরিন আকতার।
এরপর সাংগঠনিক অধিবেশনে সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন তার প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ প্রতিভা সরকার ববি আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কবি দেবাশীষ দাশ দেবু সভাপতি ও রজতকান্তি বর্মনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471