চাঁদপুর প্রতিনিধি:মো রবিউল আলম
চাঁদপুরের ফরিদগঞ্জে ইফাদাতুল উম্মাহ্ ফাউন্ডেশন আয়োজিত সীরাত প্রতিযোগিতা শেষে শনিবার (৩০ আগস্ট ২০২৫) বাদ আছর ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক মাওলানা হাসান জামিল (হাফি.), খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, সায়েন্স ল্যাব, ঢাকা বলেন—
“রাসূলুল্লাহ (সা.) এর জীবন মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তরুণ প্রজন্ম যদি তাঁর সীরাত অধ্যয়ন করে, তবে সমাজ থেকে অন্যায়-অপরাধ দূর হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।”
মুফতি তারেকুজ্জামান (হাফি.), ঢাকা বলেন—
“আজকের এই আয়োজন তরুণদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করেছে। যারা অংশগ্রহণ করেছে তারা সবাই বিজয়ী। এ চেতনা ধারণ করতে পারলেই আলোকিত সমাজ গড়া সম্ভব।”
মুফতি আরাফাত হুসাইন (হাফি.), মুহতামিম, জামেয়া ইসলামিয়া জহিরুদ্দিন মাদ্রাসা, মানিকগঞ্জ বলেন—
“রাসূল (সা.) এর সীরাত হলো মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তরুণ সমাজ যদি তাঁর শিক্ষা গ্রহণ করে, তবে তারা আদর্শ নেতৃত্ব দিতে পারবে।”
মুফতি জুনায়েদ আহমাদ (হাফি.), খতিব, মিয়াজী বাড়ি জামে মসজিদ, চাঁদপুর তিনি বলেন—
“ইসলামের আলোকে জীবন গড়াই আমাদের দায়িত্ব। ইফাদাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে।”
তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বই পুরস্কার প্রদান করা হয়।১ম স্থান: নগদ ১০,০০০/- ও বই ২য় স্থান: নগদ ৫,০০০/- ও বই ৩য় স্থান: নগদ ৩,০০০/- ও বই এছাড়াও তিনটি ক্যাটাগরিতে ৯০ জনকে সান্তনামূলক আকর্ষণীয় পুরস্কার বই দেওয়া হয়।
পুরস্কার বিতরণ করেন ফাউন্ডেশনের প্রধান মনজুরুল আলম সব এবং বিশেষ অতিথি ওসমান গনি। এসময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ শান্ত হোসাইন, প্রান্ত হোসাইন ও মাইনুদ্দিন উপস্থিত ছিলেন।
ইফাদাতুল উম্মাহ্ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নানামুখী সমাজসেবামূলক কাজ করে আসছে। এর মধ্যে রয়েছে—
দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা। দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ। অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা। চিকিৎসা সেবা প্রদান। মসজিদভিত্তিক কার্যক্রম। সমাজসেবামূলক কর্মসূচি।
বক্তারা আশা প্রকাশ করেন, ফাউন্ডেশনের এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।