মো.রবিউল ইসলাম,
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাস করছে। বিদ্যালয়ের খেলার মাঠেই রয়েছে গভীর পুকুর, যা হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য মরণফাঁদ।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় জাতীয়করণ হয় ২০১৩ সালে। বর্তমানে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক-শিক্ষিকা ৬৩ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। তবে বিদ্যালয়ে যাওয়ার জন্য সড়ক নেই, সরু আইল ধরে যেতে হয় শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, মাঠে পুকুর থাকার কারণে শিশুদের খেলাধুলা সম্ভব হয় না। বর্ষাকালে পুকুরটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দ্রুত পুকুর ভরাটে উপজেলা প্রশাসনের উদ্যোগ কামনা করেন তিনি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং মাঠের বিষয়ে আলোচনার পর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি কাটাতে মাঠের পুকুরটি দ্রুত ভরাটের দাবি জানিয়েছেন এলাকাবাসী।