ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে সিজার করলেন এইট পাশ ডাক্তার ধরলেন সিভিল সার্জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

রংপুর নগরীর ধাপ এলাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে পাঁচ বছর ধরে নেই লাইসেন্স নবায়ন, নেই পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য কাগজপত্র। তবুও ওই হাসপাতালে জটিল ও কঠিন রোগের চিকিৎসা চলছে সমানতলে। দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে জটিল-কঠিন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছেন এইট পাশ যুবক। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অপারেশন কক্ষে গিয়ে এইট পাশ যুবক প্রশান্তকে হাতেনাতে ধরে ফেলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। পরে তিনি বোরকা পড়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেও ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে রক্ষা পাননি। দুই ঘন্টা টয়লেটে বোরকা পড়ে লুকিয়ে থাকার পর প্রশান্তকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু তাকে ৩ মাসের কারাদণ্ড দেন। এ ঘটনায় হাসপাতালের মালিক সামসুদ তিবরীজকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিনদিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের ওই বিচারক । তাৎক্ষনিক হাসপাতাল মালিক জরিমানার টাকা পরিশোধ করলে জেলের হাত থেকে রক্ষা পান।
রংপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের ময়না বেগমের(২৬) সন্তান প্রসব বেদনা ওঠলে গতকাল বুধবার সকালে ওই বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে তার সিজার করা হয়।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এ প্রতিবেদককে বলেন, ‘অভিযানে ওই বেসরকারী হাসপাতালের ওটিতে গিয়ে এক প্রসূতি নারীকে পাওয়া যায়। তখন সিজার করে তাঁর সন্তান বের করা হয়েছিল। সেলাই দিচ্ছিলেন এক যুবক। তিনি প্রথমে নিজেকে চিকিৎসক দাবি করেন। পরে বলেন আমি চিকিৎসক নই, এইট পাশ করেছি মাত্র। এরপর তিনি বোরকা পড়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন।’ বেসরকারী হাসপাতালের মালিক দাবি করছিলেন ওই নারীর সিজার করিয়েছেন রংপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র চিকিৎসক রিফাত আরা। তবে রিফাতকে ওই সময়ে পাওয়া যায়নি-বললেন সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা।
এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, ‘ওই বেসরকারী হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র নেই। লাইসেন্স ছিল তা পাঁচ বছর আগে মেয়াদ শেষ হয়েছে। নবায়নের জন্য আর আবেদন করেনি।’

ট্যাগস :
সর্বাধিক পঠিত

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

রংপুরের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে সিজার করলেন এইট পাশ ডাক্তার ধরলেন সিভিল সার্জন

আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রংপুর নগরীর ধাপ এলাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে পাঁচ বছর ধরে নেই লাইসেন্স নবায়ন, নেই পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য কাগজপত্র। তবুও ওই হাসপাতালে জটিল ও কঠিন রোগের চিকিৎসা চলছে সমানতলে। দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে জটিল-কঠিন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছেন এইট পাশ যুবক। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অপারেশন কক্ষে গিয়ে এইট পাশ যুবক প্রশান্তকে হাতেনাতে ধরে ফেলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। পরে তিনি বোরকা পড়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেও ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে রক্ষা পাননি। দুই ঘন্টা টয়লেটে বোরকা পড়ে লুকিয়ে থাকার পর প্রশান্তকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু তাকে ৩ মাসের কারাদণ্ড দেন। এ ঘটনায় হাসপাতালের মালিক সামসুদ তিবরীজকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিনদিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের ওই বিচারক । তাৎক্ষনিক হাসপাতাল মালিক জরিমানার টাকা পরিশোধ করলে জেলের হাত থেকে রক্ষা পান।
রংপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের ময়না বেগমের(২৬) সন্তান প্রসব বেদনা ওঠলে গতকাল বুধবার সকালে ওই বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে তার সিজার করা হয়।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এ প্রতিবেদককে বলেন, ‘অভিযানে ওই বেসরকারী হাসপাতালের ওটিতে গিয়ে এক প্রসূতি নারীকে পাওয়া যায়। তখন সিজার করে তাঁর সন্তান বের করা হয়েছিল। সেলাই দিচ্ছিলেন এক যুবক। তিনি প্রথমে নিজেকে চিকিৎসক দাবি করেন। পরে বলেন আমি চিকিৎসক নই, এইট পাশ করেছি মাত্র। এরপর তিনি বোরকা পড়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন।’ বেসরকারী হাসপাতালের মালিক দাবি করছিলেন ওই নারীর সিজার করিয়েছেন রংপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র চিকিৎসক রিফাত আরা। তবে রিফাতকে ওই সময়ে পাওয়া যায়নি-বললেন সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা।
এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, ‘ওই বেসরকারী হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র নেই। লাইসেন্স ছিল তা পাঁচ বছর আগে মেয়াদ শেষ হয়েছে। নবায়নের জন্য আর আবেদন করেনি।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471