ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই – সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগরে অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই।

সাতক্ষীরার শ্যামনগরে অপহৃত এক তরুণীকে (২১) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকারিয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং মাসুম উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ওই তরুণী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/আটজন তাকে তুলে নিয়ে যায়।

একপর্যায়ে ওই তরুণীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীদের আটকসহ জিম্মি তরুণীকে উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ভুক্তোভোগী তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত/আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
২৩ বার পড়া হয়েছে

শ্যামনগরে অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই – সাতক্ষীরা প্রতিনিধি

আপডেট সময় ০৯:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

শ্যামনগরে অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই।

সাতক্ষীরার শ্যামনগরে অপহৃত এক তরুণীকে (২১) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকারিয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং মাসুম উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ওই তরুণী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/আটজন তাকে তুলে নিয়ে যায়।

একপর্যায়ে ওই তরুণীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীদের আটকসহ জিম্মি তরুণীকে উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ভুক্তোভোগী তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত/আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471