ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আটঘরিয়ায় ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় ২৮ অক্টোবর ২০০৬ সালের
ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর আটঘরিয়া উপজেলা মসজিদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবউত্তর বাজার চারমাথা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান।

প্রধান অতিথি মাওলানা জহুরুল ইসলাম খান বলেন,
“২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই দিন পল্টনে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা সেই দিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে যেন এমন দুঃসহ ঘটনা আর কখনো না ঘটে— সেই আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীরা সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের মতামত প্রকাশ করে। কিন্তু কিছু শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইসলামপ্রিয় জনগণকে ভয় দেখাতে চায়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সহ-সভাপতি ও আটঘরিয়া উপজেলার সাবেক আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সাবেক আমীর মাওলানা নাছির উদ্দীন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা জামায়াতের সুরা কর্মপরিষদ সদস্য ও ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা মামুনুর রহমান লিটন, উপজেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আশরাফুল আনোয়ার, একদন্ত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, মাছপাড়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুল ইসলাম কচিসহ উপজেলা জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আটঘরিয়ায় ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় ২৮ অক্টোবর ২০০৬ সালের
ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর আটঘরিয়া উপজেলা মসজিদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবউত্তর বাজার চারমাথা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান।

প্রধান অতিথি মাওলানা জহুরুল ইসলাম খান বলেন,
“২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই দিন পল্টনে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা সেই দিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে যেন এমন দুঃসহ ঘটনা আর কখনো না ঘটে— সেই আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীরা সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের মতামত প্রকাশ করে। কিন্তু কিছু শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইসলামপ্রিয় জনগণকে ভয় দেখাতে চায়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সহ-সভাপতি ও আটঘরিয়া উপজেলার সাবেক আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সাবেক আমীর মাওলানা নাছির উদ্দীন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা জামায়াতের সুরা কর্মপরিষদ সদস্য ও ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা মামুনুর রহমান লিটন, উপজেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আশরাফুল আনোয়ার, একদন্ত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, মাছপাড়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুল ইসলাম কচিসহ উপজেলা জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471