আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকার ছেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে আজ (সোমবার) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টা ৩০ মিনিটে শ্রমিকরা ফ্যাক্টরির গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল ৯টা ৫০ মিনিটে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরাবো-বিশ মাইল সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয় এবং স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়ে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন ও অন্যান্য পাওনা না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে সড়কে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত পাওনা পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।