ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ার ওসিকে প্রাণনাশের হুমকি, ফেসবুকে অডিও ভাইরাল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে মোবাইল ফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ জুলাই থেকে ২১ জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকিদাতা নিজেকে ‘বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান’ পরিচয়ে পরিচিত করে ফোনে হুমকি দেন। ৮ মিনিট ৫ সেকেন্ড দীর্ঘ একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে ওই ব্যক্তি ১৬ জুলাই এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা তুলে ধরে ওসিকে অভিযুক্ত করেন। একইসঙ্গে হুমকিদাতা বলেন, “এটা গোপালগঞ্জ, এখানে কেউ বাড়াবাড়ি করে টেকেনি। জামায়াত-শিবির বা বিএনপি কখনোই এখানে জায়গা পায়নি, পাবেও না।”

এ সময় তিনি ওসিকে আরও সতর্ক করে বলেন, “আমাদের সহযোদ্ধা ভাইদের যেভাবে বাড়িতে গিয়ে ধরে এনে পেটানো হচ্ছে, তা বন্ধ করুন। ’৭১ এর চেতনায় সারা বাংলাদেশে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কমিটি গঠন হয়েছে। সাবধান হোন।”

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “গত ১৭ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত কয়েক হাজার ফোন এসেছে। কেউ অকথ্য ভাষায় গালাগাল করছে, কেউবা সরাসরি আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে আতঙ্কিত নই। পুলিশ হিসেবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত ও অভ্যস্ত। বিষয়টি ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা চোখ-কান খোলা রেখেই আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছেন, ছাত্র সংগঠনের ওপরে নিষেধাজ্ঞার কারণে কিছু চক্র গোপনে সক্রিয় হয়ে উঠেছে এবং ভয়ভীতির মাধ্যমে মাঠ দখলে রাখার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মধ্যরাতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর ছাত্রদল-যুবদলের আক্রমন

কোটালীপাড়ার ওসিকে প্রাণনাশের হুমকি, ফেসবুকে অডিও ভাইরাল

আপডেট সময় ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে মোবাইল ফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ জুলাই থেকে ২১ জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকিদাতা নিজেকে ‘বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান’ পরিচয়ে পরিচিত করে ফোনে হুমকি দেন। ৮ মিনিট ৫ সেকেন্ড দীর্ঘ একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে ওই ব্যক্তি ১৬ জুলাই এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা তুলে ধরে ওসিকে অভিযুক্ত করেন। একইসঙ্গে হুমকিদাতা বলেন, “এটা গোপালগঞ্জ, এখানে কেউ বাড়াবাড়ি করে টেকেনি। জামায়াত-শিবির বা বিএনপি কখনোই এখানে জায়গা পায়নি, পাবেও না।”

এ সময় তিনি ওসিকে আরও সতর্ক করে বলেন, “আমাদের সহযোদ্ধা ভাইদের যেভাবে বাড়িতে গিয়ে ধরে এনে পেটানো হচ্ছে, তা বন্ধ করুন। ’৭১ এর চেতনায় সারা বাংলাদেশে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কমিটি গঠন হয়েছে। সাবধান হোন।”

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “গত ১৭ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত কয়েক হাজার ফোন এসেছে। কেউ অকথ্য ভাষায় গালাগাল করছে, কেউবা সরাসরি আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে আতঙ্কিত নই। পুলিশ হিসেবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত ও অভ্যস্ত। বিষয়টি ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা চোখ-কান খোলা রেখেই আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছেন, ছাত্র সংগঠনের ওপরে নিষেধাজ্ঞার কারণে কিছু চক্র গোপনে সক্রিয় হয়ে উঠেছে এবং ভয়ভীতির মাধ্যমে মাঠ দখলে রাখার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তারা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471