বাঁশখালী স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্দ্যোগে আয়োজিত বাঁশখালী উপজেলা হতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে ভর্তিযুদ্ধে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” এর আয়োজন করা হয়।
হাফেজ মো:বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোরশেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞান অর্জন, দক্ষতা আয়ত্ত করা, প্রযুক্তির সর্বোচ্চ ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা, পরিবার-সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার বিষয়ে সচেতন থেকে দায়িত্বশীল আচরণ করার উপদেশ প্রদান করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন।
অতিথি হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট ও চট্টগ্রাম জেলা পিপি জনাব আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাঁশখালীর উন্নয়নে তাঁর সার্বিক প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।
অতিথি অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের পিতা-মাতা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ আচরণের আহ্বান জানান এবং সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন জনাব ডা. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে করোনার নতুন প্রকরণ সম্পর্কে সচেতন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদরেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাঁশখালী তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
জনাব এড. নাসির উদ্দীন, সহকারী পিপি, চট্টগ্রাম জেলা, তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করেন এবং বাঁশখালী স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেশের সকল ক্যাম্পাসে তাদের কার্যক্রম সম্প্রসারিত করার পরামর্শ দেন।
ডা. আসিফুল হক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে পিতা-মাতা, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব তারেক আবদুল্লাহ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাম্পাস জীবন পরিচালনা, দক্ষতা অর্জন, দায়বদ্ধতা এবং সময় ও মেধার সদ্ব্যবহার করে নিজেদের বিকশিত করার মাধ্যমে ক্যারিয়ারকে সুউচ্চ স্থানে নিয়ে যেতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মিনি ল স্কুলের প্রতিষ্ঠাতা জনাব এড. রায়হান সোবহান শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে করণীয়,রেজাল্টের গুনগত মান বৃদ্ধি এবং ক্যারিয়ার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেেন। এ বিষয়ে আরো কথা বলেন প্রভাষক ইমরান কবির।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আজিজুর রহমান,জনাব আলী নেওয়াজ চৌধুরী ইরান,জনাব লায়ন আমিরুল হক ইমরুল কাইয়েস, জনাব শোয়াইবুল ইসলাম,এড.মিসবাহ উদ্দিন, এড মোহাম্মদ নূর,প্রকৌশলী কায়সার,প্রকৌশলী আব্দুল হাকিম,ইয়াসিন শাকিল, জনাব জসিম উদ্দীন সহ আরো অনেক বাঁশখালীর কৃতি সন্তানেরা।
অতিথিরা সকলে বাঁশখালী স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের পথচলায় সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আজিজুর রহমান বলেন,
“আমাদের উদ্দেশ্য বাঁশখালীর সার্বিক সমৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করা। সেই লক্ষ্য অর্জনে আমরা ধীরে ধীরে অনেক কর্মসূচি হাতে নেব। আজকের এই আয়োজন তারই অংশ ও সূচনামাত্র। আমরা মনে করি, নবীন-প্রবীণদের সেতুবন্ধন করতে পারলে এবং একসাথে বসা ও মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকলে বাঁশখালীর সমৃদ্ধির জন্য বড় বড় উদ্যোগ নেওয়া যাবে। আমরা আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ কর্মসূচির তালিকা প্রকাশ করেছি। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন বাঁশখালীয়ানদের ভাই হিসেবে পাশে থাকতে চাই এবং শিক্ষার্থীদের আত্মবিকাশের প্রচেষ্টায় নানা ধরনের সহায়তা দিতে চাই। যেমন ক্যাম্পাস লাইফে কোনো শিক্ষার্থী সৎ ও উপযুক্ত সঙ্গের অভাবে পথচ্যুত না হয়, সে জন্য আমরা সায়েন্স ক্লাব, হায়ার স্টাডি সেমিনার, ক্যারিয়ার এইড সেমিনার, আইন ও রাজনীতি অধ্যয়ন কেন্দ্র ইত্যাদি উদ্যোগ হাতে নিয়ে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।”
আমাদের প্রত্যাশা সুবিশাল, আমরা সমগ্র বাঁশখালীর শিক্ষার্থীদের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উক্ত প্রোগ্রামটি নবীন-প্রবীণ ও অভিভাবকদের মিলনমেলায় রূপান্তরিত হয়ে আনন্দঘন ও উৎসবমুখর এক অনন্য আয়োজনে পরিণত হয়।