ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র শিবিরের উদ্দোগে সিরাত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনার ধুলাউড়ি থানা শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল সিরাত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসা শিক্ষক, ছাত্র এবং শিবির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ধুলাউড়ি থানা শাখার সভাপতি মোঃ মেশকাতুল মারুফের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ রাশিদুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মোঃ মুন্নাফ হুসাইন এবং সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য আসাদুজ্জামান ভুইয়া বলেন,
“এই দুনিয়ায় মানবতার শ্রেষ্ঠ আদর্শ হিসেবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও চরিত্র আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রয়েছে। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য দিকনির্দেশনা ও শিক্ষার আধার। আজকের এই অশান্ত পৃথিবীতে শান্তি, ন্যায়বিচার, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের তাঁর সিরাত থেকে শিক্ষা নিতে হবে।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্র শিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি আদর্শিক নেতৃত্ব গঠনের একটি প্ল্যাটফর্ম। আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই যারা নৈতিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। সিরাত চর্চার মাধ্যমে সেই নেতৃত্ব গড়ে তোলার পথ আরও সুগম হবে।”

প্রধান অতিথি উপস্থিত ছাত্রদের আহ্বান জানান—
“তোমাদের পড়ালেখার পাশাপাশি আত্মশুদ্ধি, চরিত্র গঠন ও ইসলামের আলোকে জীবন গড়ার প্রতিজ্ঞা করতে হবে। নবীজির আদর্শে উজ্জীবিত হয়ে নিজের পরিবার, সমাজ ও জাতিকে আলোকিত করতে হবে।”

এছাড়াও আরো বক্তব্য রাখেন ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোতাহার হোসাইন, আরবি প্রভাষক মাওলানা শামসুল ইসলাম, ধুলাউড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বাঁশখালী সরকারি আলাওল কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

ইসলামী ছাত্র শিবিরের উদ্দোগে সিরাত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনার ধুলাউড়ি থানা শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল সিরাত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসা শিক্ষক, ছাত্র এবং শিবির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ধুলাউড়ি থানা শাখার সভাপতি মোঃ মেশকাতুল মারুফের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ রাশিদুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মোঃ মুন্নাফ হুসাইন এবং সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য আসাদুজ্জামান ভুইয়া বলেন,
“এই দুনিয়ায় মানবতার শ্রেষ্ঠ আদর্শ হিসেবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও চরিত্র আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রয়েছে। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য দিকনির্দেশনা ও শিক্ষার আধার। আজকের এই অশান্ত পৃথিবীতে শান্তি, ন্যায়বিচার, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের তাঁর সিরাত থেকে শিক্ষা নিতে হবে।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্র শিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি আদর্শিক নেতৃত্ব গঠনের একটি প্ল্যাটফর্ম। আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই যারা নৈতিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। সিরাত চর্চার মাধ্যমে সেই নেতৃত্ব গড়ে তোলার পথ আরও সুগম হবে।”

প্রধান অতিথি উপস্থিত ছাত্রদের আহ্বান জানান—
“তোমাদের পড়ালেখার পাশাপাশি আত্মশুদ্ধি, চরিত্র গঠন ও ইসলামের আলোকে জীবন গড়ার প্রতিজ্ঞা করতে হবে। নবীজির আদর্শে উজ্জীবিত হয়ে নিজের পরিবার, সমাজ ও জাতিকে আলোকিত করতে হবে।”

এছাড়াও আরো বক্তব্য রাখেন ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোতাহার হোসাইন, আরবি প্রভাষক মাওলানা শামসুল ইসলাম, ধুলাউড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471