মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন, হাটহাজারী, চট্টগ্রাম কর্তৃক বিবাদমান দুইপক্ষ, উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসীর প্রতিনিধিদের উপস্থিতিতে গতকাল সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে:-
১) আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
২) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মীয় অনুষ্ঠানে শব্দ দূষণসহ যেকোন গণউপদ্রব নিরসনকল্পে সকল পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।