বিশেষ প্রতিনিধি লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর কাঁচাবাজারে আজ সোমবার এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ‘আলী স্টোর’ নামের একটি মুদি দোকান ও গোডাউন সহ মোট দুটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে । এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আলী হোসেন।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে, রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নুরুল আফসার জানান, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
দোকানের মালিক আলী হোসেন জানান, “২০০০ সালে সোনাপুর কাঁচাবাজারে আমি ‘আলী স্টোর’ নামে দোকান চালু করি। দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করে যা কিছু অর্জন করেছি, এক সাথেই সব শেষ হয়ে গেছে এখন আমি নিঃস্ব। তার ওপর মাথায় ঋণের বোঝাও রয়েছে।”
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তিনি দোকান মালিকের ক্ষতির কথা শুনে দুঃখ প্রকাশ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশ, মিজানুর রহমানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলী হোসেনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, অন্যান্য রাজনৈতিক দল এবং সমাজের বিত্তবান মানুষরাও মানবিক দৃষ্টিকোণ থেকে আলী হোসেনের পাশে দাঁড়াবেন।