১৭ জুন মঙ্গল বার সকালে চাঁদপু শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে মানবদেহে তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্সর ড. মো. আবদুল্লাহ আল মামুন।
কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়, আইনের প্রয়োগ ও তামাক নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।
জনপ্রতিনিধিগণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে জানানো হয়, বিগত ২০২৩ সালে শুধু সিগারেটের কারণে ৪৯০৬ টি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তামাকের পাশাপাশি ঔষধের নিয়ম বহির্ভূত ব্যবহার ও যথাযথভাবে আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।